পরিবেশগত ছাড়পত্র এবং গবেষণাগার আবেদন নির্দেশনা:

উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করার সময় নিজস্ব ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন।

উদ্যোক্তাগণ কোন অবস্থাতেই অন্যের ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন না।

ই-মেইল আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করবেন।

সকল প্রকার ফি অনলাইনে অথবা সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত চালান কপির মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতে হবে।

File No অথবা স্মারক নম্বর